নিষেকের ফলে সৃষ্ট ডিপ্লয়েড কোষকে বলা হয়-

সঠিক উত্তর: জাইগোট
পুং ও স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে সৃষ্ট ডিপ্লয়েড অবস্থায়ই হল জাইগোট। যৌন জনন -এ অংশগ্রহণকারী প্রাণীতে শুক্রাণুর ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলনের ফলে যে জাইগোট সৃষ্টি হয় তা ক্রমাগত বিভক্ত হয়ে পরিস্ফুটনের মাধ্যমে ভ্রুন সৃষ্টি করে।