হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুনাস্থি দেখা যায়?

সঠিক উত্তর: ক্যালসিফাইড
হিউমেরাস ও ফিমারের মস্তকে ক্যালসিফাইড ধরনের তরুণাস্থি থাকে। এটি নরম, দৃঢ় ও স্থিতিস্থাপক গুণসম্পন্ন কংকাল যোজক কলা। এতে মাতৃকার পরিমাণ বেশি থাকে এবং কোষের সংখ্যা কম থাকে। এর মাতৃকা কনড্রিন নির্মিত। মাতৃকায় তরলে পূর্ণ অনেকগুলো ল্যাকুনা থাকে।