জনন কোষ সৃষ্টিতে প্রতিটি মাইক্রোগ্যামিটোসাইট কয়টি মাইক্রোগ্যামিট সৃষ্টি করে?

সঠিক উত্তর: ৪-৮ টি
যেসব কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে জনন কাজে অংশ গ্রহণের জন্য গ্যামেট সৃষ্টি করে তাদের জনন কোষ বলে। জনন কোষ সৃষ্টিতে প্রতিটি মাইক্রোগ্যামিটোসাইট ৪-৮ টি মাইক্রোগ্যামিট সৃষ্টি করে | উদ্ভিদের অভিউলের ডিম্বমাতৃকোষ (Megaspor Mother Cell) ও পরাগধানীতে পরাগমাতৃকোষ এবং প্রাণীর ওভারির ডিম্বমাতৃকোষ ও টেস্টিসের শুক্রমাতৃকোষ জনন কোষের উদাহরণ।