হাইড্রার টটিপোটেন্ট কোষ কোনটি?

সঠিক উত্তর: ইন্টারস্টিশিয়াল কোষ
ইন্টারস্টিশিয়াল কোষ (Interstitial cell) : এগুলো পেশি-আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। প্রকৃতপক্ষে এসব কোষ এপিডার্মিস থেকে আগত কোষ। এগুলো গোল বা ত্রিকোণাকার এবং সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মুক্ত রাইবোজোম ও কিছু মাইটোকন্ড্রিয়া বহন করে। হাইড্রার টটিপোটেন্ট কোষ ইন্টারস্টিশিয়াল কোষ |