ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকে নিম্নের কোন গাছে?

সঠিক উত্তর: কলাবতী
বিভাজনক্ষম এক বা একাধিক স্তর বিশিষ্ট সজীব কোশের সমন্বয়ে গঠিত যে পার্শ্বীয় ভাজক কলা উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় তাকে ক্যাম্বিয়াম বলে । যা কলাবতী গাছে অনুপস্থিত থাকে। অন্ত্রের সংশ্লিষ্ট অংশে প্রদাহের সৃষ্টি হয়, পেট ব্যথা করে এবং শ্লেষ্মা, রক্তসহ পাতলা পায়খানা হতে থাকে। আমাশয় হলে পেট কামড়ানোসহ মলের সঙ্গে পিচ্ছিল আম অথবা শ্লেষ্মাযুক্ত রক্ত যায়। আমাশয়ের অন্যতম ভেষজ এই কলাবতী। আমাশয় হলে কলাবতী গাছের মূল সিদ্ধ করে দুধের সাথে মিশিয়ে এই ক্বাথ খেলে আমাশয় ভালো হয়ে যাবে।