কাজী নজরুল ইসলামের উপন্যাস “মৃত্যুক্ষুধা” কাদের পটভুমিতে রচিত?

সঠিক উত্তর: নিগৃহীত মহিলাদের
কাজী নজরুল ইসলামের 'মৃত্যুক্ষুধা 'উপন্যাসের দারিদ্র, ক্ষুধা ও দুর্ভিক্ষের চিত্র বর্ণনার পাশপাশি নারী - জীবনের দুর্বিষহ অবস্থার বর্ণনা প্রদান করা হয়েছে। তবে নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতাকে প্রধান বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং সঠিক উত্তর : নিগৃহীত মহিলাদের