ম্যালেরিয়া জীবাণুর একটি স্ত্রী গ্যামেটোসাইট হতে কয়টি ডিম্বাণু তৈরি হয়?

সঠিক উত্তর: 1 টি
কোনো জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম (alternation of generation) বলে। ম্যালেরিয়া জীবাণু একটি অন্তঃপরজীবী প্রোটোজোয়া প্রাণী। এদের জীবন চক্রে জনুক্রম ঘটে। ম্যালেরিয়া জীবাণুর একটি স্ত্রী গ্যামেটোসাইট হতে ১টি ডিম্বাণু তৈরি হয়।