জীবিত কোন কোষে নিউক্লিয়াস থাকে না?

সঠিক উত্তর: পরিণত সীভনল
ফ্লোয়েম টিস্যু  চার ধরনের কোষ বা উপাদান নিয়ে গঠিত। এগুলো হলো- ১। সীভনল ২। সঙ্গীকোষ ৩। ফ্লোয়েম প্যারেনকাইমা ৪। ফ্লোয়েম ফাইবার।ফ্লোয়েম- সীভনল বা সীভকোষ বৈশিষ্ট্যঃ ১. এর কোষগুলো একটির উপর অন্যটি লম্বলম্বিভাবে  বা খাড়াভাবে যুক্ত থাকায় নলের ন্যায় দেখায়।২. সীভনলের কোষগুলো জীবিত, তবে নিউক্লিয়াস নেই।৩. সীভনলের প্রস্থপ্রাচীরকে সীভপ্লেট বলে, এতে অনেকগুলো ছিদ্র রয়েছে।৪. শীতকালে সীভপ্লেটের উপর ক্যালোজ  নামক কার্বোহাইড্রেটের প্রলেপ পড়ায় ছিদ্রগুলো বন্ধ থাকে।এর ফলে কোষান্তর সংযোগ হ্রাস পায়।৫. পরবর্তী বসন্ত ঋতুতে ছিদ্রপথগুলো পুনরায় খুলে যায় এবং কোষমধ্যস্থ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়।