কোন বীজ মৃদাভেদী অঙ্কুরোদগম দেখা যায়?

সঠিক উত্তর: তেঁতুল
ছোলা ও ধানের বীজে এ ধরনের অঙ্কুরোদগম দেখা যায়। বীজপত্রসহ ভ্রণমুকুল মাটি ভেদ করে যখন ওপরে উঠে আসে তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদগম বলে। কুমড়া, তেঁতুল ইত্যাদি বীজে এ ধরনের অঙ্কুরোদগম দেখা যায়।