অবাত শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন পাইরুবিক এসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে উৎপন্ন করে-

সঠিক উত্তর: ইথানল ও CO2
অবাত শ্বসন দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়; যথা: গ্লাইকোলাইসিস ও পাইডিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। ১। গ্লাইকোলাইসিস : এটি সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অনুরূপ, সাইকোলাইসিস উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। এ ধাপে এক অণু গ্লুকোজ থেকে ২ অণু পাইপ্রুভিক অ্যাসিড, ২ অণু NADH + H+ ও ২ অণু ATP উৎপন্ন হয়। ২। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ : পাইরুডিক অ্যাসিড থেকে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি : অবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল ও CO2​ অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি কোড়ে।