কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা বেশি?

সঠিক উত্তর: NH3
হাইড্রোজেন পরমাণু ও নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যুক্ত অধিক তড়িৎ ঋণাত্মক ছোট আকারের পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা সবচেয়ে বেশি ।P (2.1), N (3.0), As (2.0), Sb (1.9) এর মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এবং আকারেও সবচেয়ে ছোট তাই NH<sub>3</sub> তে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা সবচেয়ে বেশি ।