10 কেজি ভরের একটি বস্তু 50 মি. উচ্চতা হতে পতিত হলে এর গতি শক্তি হবে-

সঠিক উত্তর: 4.9×103 J
পড়ন্ত বস্তুর যেকোনো বিন্দু তে,যান্ত্রিক শক্তি = বিভব শক্তি + গতি শক্তিসকল বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হয়।শুধু উঠা নামা হয় বিভবশক্তি ও গতিশক্তি এর মান।পড়ন্ত বস্তুর ক্ষেত্রে , যেখানে থেকে বস্তুটি পড়তে থাকে সেবিন্দুতে বস্তুর বিভবশক্তি সবচেয়ে বেশি (গতিশক্তি 0)।তাই সেখানে সব শক্তিটাই ( যান্ত্রিক শক্তি ) হলো বিভবশক্তি।আবার পড়ন্ত বস্তুর মাটির স্পর্শ বিন্দুতে এর ঠিক উল্টো। তাই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে,যেখানে থেকে পড়তে শুরু করে বস্তটি সেখানের বিভবশক্তি = মাটি স্পর্শ করার বিন্দুতে বস্তুটির গতিশক্তিতাহলে কাংখিত গতিশক্তি,Ek = mghদেয়া তথ্যগুলো, বস্তুর ভর= 10 kgউচ্চতা, h=50 mগতিশক্তি, Ek = 10 × 9.8 × 50 = 4900 J=4.9×10^3 j