নিম্নের কোন মিশ্রনকে রাজাম্ল বলা হয়?

সঠিক উত্তর: 3HCl+HNO3
1mol গাঢ় নাইট্রিক এসিড ও 3mol গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রনকে রাজ অম্ল/ অ্যাকোয়া রিজিয়া বলে। HNO3 + 3HCl ➡️ NOCl + 2[Cl] + 2H2Oউৎপন্ন জায়মান ক্লোরিন Au, Pt প্রভৃতি অভিজাত ধাতুর সাথে বিক্রিয়া করে দ্রবণীয় ক্লোরাইড উৎপন্ন করে।