ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?

সঠিক উত্তর:
সিআরপিসি৫৪ ধারা অনুসারে  যেকোন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটেরআদেশ অথবা পরোয়ানা ব্যতীতনিম্নলিখিত ব্যক্তিগণকে গ্রেফতার করতে পারবেন-১।কোন আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোনব্যক্তি অথবা এরুপ জড়িতআছে বলে যার বিরুদ্ধেযুক্তিসংগত অভিযোগ করা হয়েছেঅথবা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছেঅথবা যুক্তিসংগত সন্দেহ রয়েছে।২। আইনসংগত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙ্গার কোন সরঞ্জাম রয়েছে সেরুপ ব্যক্তি; এই আইনসঙ্গত কারণ প্রমাণ করার দায়িত্ব তার;৩। এই কার্যবিধি অনুসারে অথবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে;৪। চোরাই বলে যুক্তিসংগতভাবে সন্দেহ করা যেতে পারে, এরুপ মাল যার নিকট রয়েছে এবং যে এরুপ মাল সম্পর্কে কোন অপরাধ করেছে বলে যুক্তিসংগতভাবে সন্দেহ করা যেতে পারে।৫। পুলিশ অফিসারকে তার কার্যে বাধাদানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনসংগত হেফাজত হতে পলায়ন করেছে অথবা পলায়নের চেষ্টা করে;৬। বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী বলে যাকে যুক্তিসংগতভাবে সন্দেহ করা যেতে পারে;৭। বাংলাদেশে করা হলে অপরাধ হিসেবে শাস্তিযোগ্য হতো এমন কোনো কাজের সাথে জড়িত ব্যক্তি বা জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসংগত অভিযোগ রয়েছে ;৮ । কোন মুক্তিপ্রাপ্ত আসামী যে ৫৬৫ (৩) ধারা অনুসারে প্রণীত কোন নিয়ম লংঘন করে।৯। যাকে গ্রেফতার করার জন্য কোন পুলিশ অফিসার হতে অনুরোধ পাওয়া গেছে; এমন ব্যক্তি যাকে উক্ত পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।