প্রতি গ্রাম দ্রাবকের মধ্যে কোনো দ্রবের এক গ্রাম মৌল দ্রবীভূত থাকলে তাকে কি বলে?

সঠিক উত্তর: মোলাল
নরমাল দ্রবণ: নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে তাকে নরমাল দ্রবণ বলে।মোলার দ্রবণ : নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলার দ্রবণ বলে।