রাজা মৌমাছির ক্রোমোজোম সংখ্যা রানী মৌমাছির

সঠিক উত্তর: অর্ধেক
রাণী মৌমাছি ,পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ১৬ টি। রাণী আর শ্রমিক মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ৩২টি। পুরুষ মৌমাছি অনিষিক্ত ডিম ( Unfertilized egg)থেকে জন্মে বলে তার ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড বা ১৬টি।