জাংক ই- মেইল অন্য কী নামে পরিচিত?

সঠিক উত্তর: Spam
জাঙ্ক ইমেইল হচ্ছে অযাচিত ইমেইল অথবা যে মেইলটি আপনার কোন কাজে আসবে না। অর্থাৎ স্প্যাম মেইল । আপনি যদি সহজ করে বুঝতে চান । তাহলে জিমেইল লগইন করুন। দেখবেন ইনবক্স ফোল্ডার, সেন্ড ফোল্ডার, আউট বক্স ফোল্ডার, স্প্যাম ফোল্ডার, এবং মাইক্রোসফট ইমেল যদি লগইন করেন তাহলে দেখবেন জাঙ্ক ইমেইল ফোল্ডার । উদাহরণস্বরূপ একজন আপনাকে ইমেইল করেছে। প্রাথমিকভাবে এই ইমেইল টি আপনার ইনবক্সে আসার কথা। কিন্তু আপনি দেখলেন আপনার ইমেইলটি ইনবক্সে নেই । আপনার ইমেইল টি স্প্যাম অথবা জাঙ্ক ইমেইল ফোল্ডারে বসে আছে। আসলে এর কারণ কি ? আপনি যখন ইমেইল পাঠাবেন তখন অবশ্য আপনি কোন না কোন মেইল সার্ভার থেকে মেইল কি পাঠাবেন । আপনি যে সার্ভার থেকে ইমেইলটি পাঠাবেন । ওই সার্ভারের কনফিগারেশন যদি সঠিক না থাকে তাহলে এই সার্ভার ব্যবহার করে, অন্য কোথাও ইমেইল পাঠালে সেটি স্প্যাম অথবা জাঙ্ক ফোল্ডারে যাবে ।