What ist he Statutory Liquidity Ratio (SLR) and Cash Reserve Ratio (CRR) for the Islamic scheduled commercial banks in Bangladesh?

Correct Answer: 4%
নগদ রিজার্ভ অনুপাত ( Cash Reserve Ratio- CRR) হলো গ্রাহকদের মোট আমানতের একটি নির্দিষ্ট ন্যূনতম ভগ্নাংশ, যা বাণিজ্যিক ব্যাংকগুলিকে নগদ বা কেন্দ্রীয় ব্যাংকে, আমনত হিসেবে সংরক্ষণ করতে হবে। অন্যভাবে বলা যায়, সি আর আর হচ্ছে তফসিলি ব্যাংকগুলো কর্তৃক বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলক নগদ জমার হার। ইসলামী ব্যাংকগুলোকে দৈনিক ভিত্তিতে গড়ে ৩.৫ এবং দ্বি- সাপ্তাহিক ভিত্তিতে ৪.০% হারে ( CRR) রাখতে হবে।