মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি-

সঠিক উত্তর: উপন্যাস
বিষাদ - সিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম।এ উপন্যাসে মাবিয়ার পুত্র দামেস্ক অধিপতি এজিদ, মহানবী (সঃ) এর দৌহিত্র ইমাম হাসানকে কৌশলে বিষ প্রয়োগে হত্যা এবং ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে হত্যা করার কাহিনী বর্ণিত আছে। তার আরো কিছু উপন্যাস “রত্নাবতী”, “ গাজী মিয়ার বস্তানী” ইত্যাদি।