যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে , তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

সঠিক উত্তর: ২০%
২৫% বৃদ্ধিতে তেলের মূল্য = (১০০ + ২৫)                                           = ১২৫ টাকা বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য =   ১০০ টাকা বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য        = (১০০ ÷ ১২৫) টাকা বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য  = (১০০ × ১০০) ÷ ১২৫ টাকা                                                         = ৮০ টাকা অতএব, তেল বাবদ খরচ কমাতে হবে (১০০ - ৮০) = ২০%