কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়?

সঠিক উত্তর: সারাহ গিলবার্ট
করোনা ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার নাম  AZD1222 (ChAd0×1) । বৃটিম বিজ্ঞানী সারা গিলবার্ট এর নেতৃত্বে অ্যাড্রিয়ান হিল, অ্যান্ডু পোলার্ড টেরেসা ল্যাম্বে, স্যান্ডি ডগলাস ও ক্যাথরিন গ্রিন এ টিকাটি তৈরি করেন।