দেওয়ানী আদলতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রীজারী মামলা দায়ের করতে হবে?

সঠিক উত্তর: বার বছর
বার বছর  দেওয়ানি কার্যবিধির ৪৮ ধারায় ডিক্রি জারির সময়সীমা আলোচনা করা হয়েছে। ডিক্রি জারির সময়সীমা অর্থাৎ কত দিনের মধ্যে ডিক্রি জারির আবেদন করতে হবে তা দেওয়ানি ধারা এবং তামাদি আইনের ১৮২ এবং ১৮৩ অনুচ্ছেদ একসাথে পড়ে নির্ধারণ করতে হয়। দেওয়ানী কার্যবিধি ৪৮ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা ডিক্রি ছাড়া অন্যান্য ডিক্রি প্রদানে তারিখ থেকে সর্বোচ্চ ১২ বছরের মধ্যে ডিক্রি জারির আবেদন করতে হবে।