‘কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ-

সঠিক উত্তর: অপদার্থ
কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ - অপদার্থ। 'কচুবনের কালাচাঁদ ' - অর্থ অপদার্থ। একটি বাক্যে প্রয়োগ করে দেখানোর চেষ্টা করছি। রামু একটা কচুবনের কালাচাঁদ ; খাবে আর ফুর্তি করবে, কাজের কোনো চেষ্টাই করে না। এখানে ফুর্তি কথায় ব্যবহার করা করা হয়েছে। শুদ্ধ বানান হবে স্ফূর্তি।