ফুটবল খেলার কখন বিপক্ষ দলকে ইনডাইরেক্ট ফ্রি কিক দেয়া হয়?

সঠিক উত্তর: ওপরের সবগুলোর যে কোনো একটি ঘটলে
নিম্ন অপরাধগুলোর জন্য পরোক্ষ ফ্রি কিক দেওয়া হয় - ক. এমনভাবে খেলা যা রেফারির নিকট বিপজ্জনক বলে মনে হয়। খ. বল আয়ত্তে না থাকা অবস্থায় কাঁধ দিয়ে ধাক্কা দেওয়া। গ. গোল রক্ষক বল ছুড়ে দেওয়ার সময় তাকে বাধা দেওয়া। ঘ. বল নিজে খেলছে না অহেতুক অপরকে বাধা দেওয়া। ঙ. গোলরক্ষককে আক্রমণ করা, গোলরক্ষক যখন তার সীমানার মধ্যে থাকে। চ. গোলরক্ষক বল ছেড়ে দেওয়ার পর অন্য খেলোয়াড় টাচ করার পূর্বেই টাচ করা। ছ. গোলরক্ষক ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করলে।