কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?

সঠিক উত্তর: যশোর
তুলাগাছ জমিতে দাঁড়ানো পানি সহ্য করতে পারে না। বর্তমানে ৪টি অঞ্চলে তুলার চাষ হচ্ছে। এ অঞ্চলগুলো হলো-যশোর, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম। যশোর ও রংপুর অঞ্চলের অধীনস্থ যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রংপুর ও রাজশাহী এলাকায সবচেয়ে বেশি তুলাহয়।