জীবনানন্দ দাশ রচিত নয়

সঠিক উত্তর: অদ্ভুদ এক আধার
একটু ট্রিকি প্রশ্ন এটা। অপশনে থাকা “অদ্ভুদ এক আধার” নামে জীবনানন্দ দাশ এর কোনো রচনা নেই, তাঁর রচিত একটি কবিতার নাম হলো - অদ্ভুত আঁধার এক। আপরদিকে মহাপৃথিবী - জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ।  মাল্যবান - তাঁর ১ম উপন্যাস।  আর ‘কবিতার কথা’ - জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধ ।