পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছল পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?

সঠিক উত্তর: ৪ঃ১
বর্তমানে পুত্রের বয়স x বছর হলে পিতার বয়স ৪x বছর শর্তমতে, ১০(x - ৬) = ৪x - ৬ বা, ১০x - ৬০ = ৪x - ৬ বা, ৬x = ৫৪ .:. x = ৯ পুত্রের বর্তমান বয়স ৯ বছর পিতার বর্তমান বয়স (৯ × ৪) = ৩৬ বছর তাদের বর্তমান বয়সের অনুপাত = ৩৬ : ৯ = ৪:১