বাংলা ভাষায় রচিত প্রথম নাটক?

সঠিক উত্তর: ভদ্রার্জুন
বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক তারাচরণ শিকদার রচিত ‘ভদ্রার্জুন' (১৮৫২)। এ নাটকের মূল বিষয় অর্জুন কর্তৃক সুভদ্রা হরণের কাহিনী। মহাভারত থেকে কাহিনী সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে অঙ্কিত হয়েছে। উল্লেখ্য, এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কমেডি নাটক। দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নাটক 'নীলদর্পণ (১৮৬০)। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' (১৮৫৯)। মুনীর চৌধুরী কর্তৃক ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক 'কবর' (১৯৬৬)।