আন্তজার্তিক অর্থ তহবিল (IMF) কবে এর কার্যক্রম শুরু করে?

সঠিক উত্তর: ১৯৪৭ সাল হতে
১৯৪৪ সালের ১ - ২২ জুলাই পযৃন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে, ব্রেটন উডস সম্মেলন’ অনুস্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যভস্থা গঠন , বিম্বযুদ্ধোত্তর রাষ্ট্রসমুহের পুনর্গঠন ও উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহেণর করার জন্য ‍তিনটি আন্তর্জাতিক ( world Bank IMF. ITO) সংস্থা গঠন করার ব্যাপারে আলোচনা হয়। ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আর্ন্তজাতিক লেনদেন ব্যবস্থাকে স্থিতিমীল এবং নিয়ন্ত্রনে রাখার লক্ষ্য নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে; এর ভিত্তিতেই IMF আনষ্ঠিানিকভাবে প্রতিস্ঠিত হয় িএবং ১৯৪৮৭ সালে কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর ওযাশিংটন ডিসি। বাংলাদেশ এর সদস্য লাভ করে ১০ মে, ১৯৭২ সালে।