’রোহিণী’ কোন উপন্যাসের নায়িকা?

সঠিক উত্তর: কৃষ্ণকান্তের উইল
বঙ্কিম চট্টোপাধ্যায়ের ‘ কৃষ্ণবান্তের উইল’ (১৮৭৮) এর অন্যতম চরিত্র রোহিণী। বিধবা নারী রোহিণী স্বীয় ব্যর্থ জীবনের হাহাকারের জন্য আত্মহত্যা করতে চায়। রোহিণীকে কেন্দ্র করে উদ্ভ।দ বিবিন্নন ধর্মীয় ও সামাজিক সমস্যার রূপায়ন ও উপন্যাসের মূল সুর। বিনোদিনী আশালতা মহেন্দ্র ‘ চোখের বালি উপন্যাসের চরিত্র। মহিম, সুরেশ অচেলা ‘ গুহদাহ’ উপন্যাসের চরিত্র। অপু, দুর্গা. ইন্দন ঠাকরুন’ পথের পাঁচালী উপন্যাসের চরিত্র।