'বাবা কে বড্ড ভয় পায়'। কোন কারকে কোন বিভক্তি?

সঠিক উত্তর: অপাদানকারকে দ্বিতীয়া
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন - বাবাকে বড্ড ভয় পাই। প্রদত্ত বাক্যটিতে ভয় পাওয়ার বিষয়টি উপস্থাপিত হয়েছে এবং ‘বাবাকে’ শব্দটিতে অপাদান কারকের দ্বিতীয়া বা ‘কে’ (বাবা + কে) বিভক্তির প্রয়োগ ঘটানো হয়েছে।