পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত?

সঠিক উত্তর: এশিয়া
পূর্ব তিমুর দক্ষিণ - ‍পূর্ব এশিয়ার একটি দেশ। এর রাজধানী দিলি। দেশটি ১৮৫৯ - ১৯৭৫ সাল পর্যন্ত পর্তুগালের উপনবেশ ছিলো। ১০৭৫ সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করে কিন্তু এর নয় দিন পরেই প্রতিবেশী ইন্দোনেশিয়া পূর্ব তিমুরকে আক্রতমণ করে দখল করে নেয়।