ছুঁয়ো না ছুঁয়ো না, ওটি লজ্জাবতী লতা- কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?

সঠিক উত্তর: ওটি
কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। যেমনঃ টা, টি, খানা, খানি, গুলি। নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমনঃ ওটি যেন কার তৈরি? ছুঁয়ো না ছুঁয়ো না, ওটি লজ্জাবতী লতা। প্রদত্ত বাক্য দুটোয় নির্দেশক সর্বনাম ‘ও’ এর পর পদাশ্রিত নির্দেশক ‘টি’ যুক্ত হয়েছে।