বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?

সঠিক উত্তর: মীর মশাররফ হোসেন
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হলেন মীর মশাররফ হোসেন। 'রত্নাবতী' (১৮৬৯) তাঁর রচিত প্রথম গ্রন্থ যা কোনো মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ হিসেবে ঐতিহাসিকভাবে মূল্যবান। তাঁর বিখ্যাত উপন্যাস হলো 'বিষাদ সিন্ধু'। তিনি আজীজন নেহার' এবং 'হিতকরী' পত্রিকার সম্পাদক ছিলেন।