৬ টি সংখ্যা পরপর দেওয়া আছে। যদি প্রথম তিনটি সংখ্যার যোগফল ১৮৩ হয়, তবে শেষ ৩ টি সংখ্যার যোগফল কত?

সঠিক উত্তর: 192
ধরি, প্রথম ৩টি সংখ্যা যথাক্রমে x, (x + ১) এবং (x + ২) প্রশ্নমতে, x + x + ১ + x + ২ = ১৮৩ ⇒ ৩x + ৩ = ১৮৩ ⇒ ৩৮ = ১৮৩ - ৩ = ১৮০ .:. X = ১৮০ ৩ = : ৬০ .:. পরবর্তী ৩টি সংখ্যার যোগফল = x + ৩ + x + ৪ + x + ৫ = ৩x + ১২ = (৩ × ৬০) + ১২ = ১৯২