যদি দুটি সংখ্যার অনুপাত ৮ঃ৫ হয়, তবে নীচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার যোগফল হতে পারবে না?

সঠিক উত্তর: 105
দুটি সংখ্যার অনুপত = ৮ঃ৫ অনুপাত দুটির যোগফল = ৮ + ৫ = ১৩ এখানে, ১৩ সংখ্যাটি দ্বারা ৫২ ও ১৪৩ নিঃশেষে বিভাজ্য হলেও ১০৫ সংখ্যাটি ১৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। কাজেই সংখ্যা দুটির যোগফল ১০৫ হতে পারে না।