কোনো পরীক্ষায় পরিক্ষার্থীর ৭০% গণিত এবং ৫০% বাংলায় পাশ করেছে। যদি উভয় বিষয়ে ৪০% পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে?

সঠিক উত্তর: 20
শুধু গণিতে পাশ করে (৭০ – ৪০)% বা ৩০% শুধু বাংলায় পাশ করে (৫০ - ৪০)% বা ১০% যে কোনো এক বিষয়ে বা উভয় বিষয়ে মোট পাশ করে = (৪০ + ৩০ + ১০)% = ৮০% .:. উভয় বিষয়ে ফেল করে = (১০০ – ৮০)% = ২০%