কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

সঠিক উত্তর: মণ্ডলী
যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বহুবচন বলে। উন্নতপাণিবাচক মনুষ্য শব্দের বহুবনে ব্যবৃহৃত শব্দঃ দেবগণ, নরগণ জনগণ ইত্যাদি সুধূবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইত্যাদি শিক্ষকমন্ডলী, সম্পাদকমন্ডলী ইত্যাদিপন্ডিতবর্গ, মন্ত্রিবর্গ, ইত্যাদি।