মিসরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল?

সঠিক উত্তর: নীলনদ
প্রাচীন মিশরীয় সভ্যতা ইতিহাসের প্রাচীন এবং সাংস্কৃতিক সমৃদ্ধ স্যভতা। প্রাচীন এই সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। এই সভ্যতার বর্তমান অবস্থান মিশর। এই সভ্যতা ২৫০০ বছরেরও বেশি সময়কাল ধরে স্থায়ী ছিল। ধর্মীয় চিন্তা, শিল্প , লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান - বিজ্ঞান চর্চায় সবকিছুতেই মিশরীয় সভ্যতার অবদান অনস্বীকার্য