বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়?

সঠিক উত্তর: ১২ মে ২০১৮
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ (BS - 1) বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ। কেনেডি স্পেস সেন্টার থেকে ১১ মে ২০১৮, বাংলাদেশের মান সময় ১২ মে রাত ০২:১৪ তে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ উৎক্ষেপণ করা হয়। এই প্রকল্পটি ডাকও টেলিযোগাযোগ মন্ত্রলায়ের অধীন । বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তিবায়িত হয় এবং এটি ফালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেরোড উৎক্ষেপণ ছিল।