বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ এর?

সঠিক উত্তর: ৩ মার্চ
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ সালের ৩ মার্চ । সারাদেশে ছড়িয়ে পড়েছিল আন্দোলন এদিন বঙ্গবন্ধুর নির্দেশে ও উপস্থিতিতে স্বাধীনবাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পল্টন ময়দানে আয়োজিত জনসভায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ।ইশতেহারে বলা হয় ৫৪ হাজার ৫০৬ বর্গমাইল বিস্তৃত এলাকা সাত কোটি মানুষের আবাসিক ভূমি হিসেবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম বাংলাদেশ । স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সংগীতটি। পাকিস্তানি পতাকার বদলে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার ও উত্তোলনের নির্দেশনা দেওয়া হয় । বঙ্গবন্ধুকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয় ।জয়বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে ।