করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ হতে?

সঠিক উত্তর: চীন
মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচন ঘটে। ৩১ ডিসেম্বর ২০১৯ এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। ১১ জানুয়ারি ২০২০ সালে প্রথম একজনের মৃত্যু হয়। উল্লেখ্য, মুকুটের প্রতিশব্দ করোনা থেকে এই নামকরণ করা হয়েছে। করোনা ভাইরাসের (সংক্ষেপে CoV) ২০০ প্রজাতির রয়েছে। এর মধ্যে কেবল সাতটি মানুষকে আক্রান্ত করে। তার মধ্যে আবার তিনটি প্রজাতি মানুষের জন্য মারাত্মক। এগুলো হলোঃ SARS - CoV, MERS. Cov এবং nCoV. nCoV ভাইরাসের এই নামটি প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর স্থায়ী নাম দেয় covid - 19. বাংলাদেশে প্রথম করোনা যোগী সনাক্ত হয় ৮ মার্চ, ২০২০ সালে এবং প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ, ২০২০ সালে।