আমারে ছাড়িয়া এত ব্যথী যরি, কেমন করিয়া হায় পঙক্তিটি কার?

সঠিক উত্তর: জসীম উদ্‌দীন
পঙ্ক্তিটি পল্লী কবি জসীম উদ্দীন রচিত ‘কবর’ কবিতা হতে নেওয়া হয়েছে। কবিতাটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) হতে নেয়া হয়েছে। মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই কবিতায় স্তবক সংখ্যা ১০টি। এই কবিতায় ১১৮টি পঙক্তি রয়েছে।