'ণত্ব' বিধান কোন শ্রেণির শব্দের জন্য প্রযোজ্য ?

সঠিক উত্তর: তৎসম
ণত্ব বিধান ও ষত্ব বিধান হলো বাংলা ব্যাকরণের একটি বিশেষ নিয়ম। বাংলা ভাষার তৎসম শব্দে দন্ত্য - ন এর মূর্ধন্য - ণ তে পরিবর্তনের নিয়মসমূহকে ণত্ব বিধান এবং দন্ত্য - স এর মূর্ধন্য - ষ তে পরিবর্তনের নিয়মসমূহকে ষত্ব বিধান বলা হয়।