একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সঠিক উত্তর: ৬০ বর্গ মিটার
ধরি, ঘরটির প্রস্থ x মিটার এবং ঘরটির দৈর্ঘ্য (x + ৪) মিটার প্রশ্নমতে, ২(x + ৪ + x) = ৩২ ⇒ ২x + ৪ = ১৬ ⇒ ২x = ১৬ – ৪ = ১২ .:. x =  ১২২ = ৬ অতএব, ঘরটির প্রস্থ = ৬ মিটার এবং দৈর্ঘ্য = ৬ + ৪ = ১০ মিটার .:. ক্ষেত্রফল = ৬ × ১০ = ৬০ বর্গমিটার