বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে?

সঠিক উত্তর: কুতুবদিয়া
বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপে বাতিঘর নির্মাণ করা হয় ১৮৪৬ সালে এবং ঘূর্ণায়মান বাতি স্থাপিত করা হয় ১৮৯২ সালে। উল্লেখ্য, বাংলাদেশে মোট ৬টি বাতিঘর রয়েছে। এগুলো হলোঃ কুতুবদিয়া বাতিঘর, সেন্টমার্টিন বাতিঘর, কক্সবাজার বাতিঘর, নরম্যানস পয়েন্ট বাতিঘর, পতেঙ্গা বাতিঘর এবং হিরণ পয়েন্ট বাতিঘর।