'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে" গ্রন্থটির লেখক কে?

সঠিক উত্তর: শামসুর রাহমান
১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপথগামী কিছু সৈনিকের হাতে নির্মমভাবে নিহত হলে, শামসুর রাহমান অত্যন্ত ব্যথিত হন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের প্রত্যাশায় দেশিয় রুপকথা ও পুরাণকাহিনীর মিথের সংমিশ্রণে এবং চিত্রকল্পের ঔজ্জ্বল্যে তিনি রচনা করেন 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭) কাব্যের কবিতাগুলো ।