'লীগ অব নেশনস ' কোন সালে প্রতিষ্ঠিত হয়?

সঠিক উত্তর: ১৯২০
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী প্যারিস শান্তি আলোচনার ফলস্বরুপ ১৯২০ সালে, ‘লীগ অব নেশনস্’ নামে সংস্থাটি ১০ জানুয়ারি প্রথম আন্তর্জাতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। লীগ অব নেশন’স এর মুখ্য সংস্থা ৩ টি । যথা – সাধারণ সভা, দপ্তর ও পরিষদ। এ সংস্থার প্রাথমিক সদস্য ছিল - ৪২ টি দেশ ও দপ্তর ছিল জেনেভায়। জাতিসংঘের জন্মলাভের প্রেক্ষিতে ২০ এপ্রিল , ১৯৪৬ সালে এ সংস্থার বিলুপ্তি ঘটে।