মুক্তিযুদ্ধে মোট সাব -সেক্টর কয়টি ছিল?

সঠিক উত্তর: ৬৪ টি
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট সাব - সেক্টর ছিল ৬৪ টি। সারাদেশ মুক্তিযুদ্ধ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ১১ এপ্রিল, ১৯৭১ সালে সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব - সেক্টরে ভাগ করা হয়। উল্লেখ্য, ১১ টি সেক্টরে মোট সেক্টর কমান্ডার ছিলেন ১৭ জন। তেলিয়াপাড়া রণকৌশলে এই বিভক্তি ঠিক করা হয়।