কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্রগ্রামের উপত্যকাকে কী বলা হয়?

সঠিক উত্তর: ভেঙ্গি ভেলী
কাপ্তাই থেকে প্লাবিত চট্রগ্রামের উপত্যকা এলাকা ‘ভেঙ্গি ভেলী’ নামে পরিচিত। মূলত উপত্যকা বা ভেলী হলো পর্বতের নিম্নদেশস্থ ভূ - ভাগ; দুই পর্বতের মধ্যবর্তী সমতলভূমি। সাঙ্গু ভেলী, হালদা ভেলী ও সাবেক ভেলী অবস্থিত যথাক্রমে – চট্রগ্রাম ,খাগড়াছড়ি এবং রাঙামাটিতে ।